kalerkantho


চবির সাবেক অধ্যাপকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৮ মার্চ, ২০১৭ ০০:০০চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের সাবেক অধ্যাপক আবুল কালাম আজাদের (৬৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চবির দক্ষিণ ক্যাম্পাসের পাহাড়িকা হাউজিং সোসাইটিতে নিজের বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ছিলেন। অধ্যাপক আজাদের স্ত্রী চবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. শাহানারা বেগম বিকেল ৪টার দিকে স্বামীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

জানা যায়, অধ্যাপক আজাদ কয়েক বছর আগে অবসর নেন। এরপর থেকে বাসায়ই সময় কাটাতেন। স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে ওই বাসায় থাকতেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে।

অধ্যাপক আজাদের মৃত্যু আত্মহত্যা কি না, সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। লাশ নামানোর সময় উপস্থিত থাকা হাটহাজারী থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা বিলকিছ জানান, প্রাথমিকভাবে আজাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।মন্তব্য