kalerkantho


এরশাদ বললেন

কয়েক দিনের মধ্যেই নতুন জোট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   

৭ মার্চ, ২০১৭ ০০:০০একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী কয়েক দিনের মধ্যেই নতুন জোট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘দেশের জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দল আজ আওয়ামী লীগ-বিএনপির প্রতি আস্থা রাখতে পারছে না।

জাতীয় পার্টিই একমাত্র জাতীয়তাবাদী শক্তি, ইসলামী মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তাই অনেক রাজনৈতিক দল জাতীয় পার্টির সঙ্গে জোট করার আগ্রহ প্রকাশ করেছে। আমরা কয়েক দিনের মধ্যেই এই নতুন জোটের ঘোষণা দেব। ’

গতকাল সোমবার দুপুরে জাপার বনানী কার্যালয়ে টাঙ্গাইলের মধুপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা নুরুল ইসলাম রাজ ও আহসান খান রাজের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মীর জাপাতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।  


মন্তব্য