kalerkantho


ইসলামী বিশ্ববিদ্যালয়

‘এফ’ ইউনিটের প্রশ্ন ফাঁস পরীক্ষা বাতিল

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৭ মার্চ, ২০১৭ ০০:০০ইসলামী বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের ভর্তি পরীক্ষায় ‘এফ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের সত্যতা মিলেছে। প্রশ্ন ফাঁস হওয়ায় ওই ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করেছে প্রশাসন। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেন সিন্ডিকেট সদস্যরা। সিন্ডিকেট সভা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত জানান তাঁরা।

সিন্ডিকেট সভা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের প্রশ্ন ফাঁসের সত্যতা পেয়েছে প্রশাসন। প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট সভা। প্রশ্ন ফাঁসের প্রধান হোতা ‘এফ’ ইউনিটের সমন্বয়কারী ও গণিত বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।মন্তব্য