kalerkantho


যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তা টডের ঝটিকা সফর

কূটনৈতিক প্রতিবেদক   

৬ মার্চ, ২০১৭ ০০:০০যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উইলিয়াম ই. টড গতকাল রবিবার ঢাকা সফর করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তিনি গতকাল সকালে ঢাকায় আসেন এবং রাতে ফিরে যান। গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দেশটির কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার এটিই প্রথম ঢাকা সফর।

জানা গেছে, উইলিয়াম ই. টড গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতের উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটি ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বাসায় অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়-এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) মাহবুব উজ জামানের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকের পর কোনো পক্ষই এ বিষয়ে কিছু জানায়নি।

এরপর উইলিয়াম ই. টড প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকির সঙ্গে বৈঠক করেন।মন্তব্য