kalerkantho


বিপিএটিসি ও সূচনা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক

নিজস্ব প্রতিবেদক   

৬ মার্চ, ২০১৭ ০০:০০বিপিএটিসি ও সূচনা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক

ধানমণ্ডির বঙ্গবন্ধু জাদুঘরে গতকাল ‘বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার’ ও সূচনা ফাউন্ডেশনের মধ্যকার সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালের কণ্ঠ

নিউরো ডেভেলপমেন্টাল ডিস-অর্ডার (এনডিডি) নিয়ে শিক্ষানবিশ সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) ও বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর মিলনায়তনে গতকাল রবিবার বিকেলে এই এমওইউ সই হয়।

সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনের উপস্থিতিতে বিপিএটিসির পক্ষে রেক্টর আ ল ম আব্দুর রহমান এবং সূচনা ফাউন্ডেশনের পক্ষে সংগঠনের ভাইস চেয়ারপারসন অধ্যাপক ডা. প্রাণগোপাল দত্ত এমওইউতে সই করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য আ ফ ম রুহুল হক, নাজমুল হাসান পাপন প্রমুখ।মন্তব্য