kalerkantho


আন্তর্জাতিক সিলেট উৎসব আজ শুরু

সিলেট অফিস   

৬ মার্চ, ২০১৭ ০০:০০‘শান্তি ও সমৃদ্ধির জন্য সম্প্রীতির অভিযাত্রা’—এ স্লোগানকে সামনে রেখে সিলেটে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সিলেট উৎসব। সিলেট নগরের লাক্কাতুরায় চা বাগান এলাকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ সোমবার সকাল ১০টায় জাতীয় সংগীত ও উৎসব সংগীতের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। উৎসবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসবাসরত এবং প্রবাসী সিলেটিরা অংশ নিচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুই দিনব্যাপী উৎসবে প্রতিদিন সিলেটের বিভিন্ন বিষয়ের ওপর একাধিক সেমিনার, সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের উপস্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে। নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য উৎসবে আটজন বিশিষ্ট ব্যক্তিকে গুণীজন সংবর্ধনা ও জালালাবাদ স্বর্ণপদকে ভূষিত করা হবে।

সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি সি এম তোফায়েল সামি। উদ্বোধনী দিনে ‘সিলেটের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন’, সিলেটের স্বাস্থ্য খাতের ‘উন্নয়ন ও সম্ভাবনা’ এবং ‘সিলেটের সাহিত্য ও সংস্কৃতির ধারা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।মন্তব্য