kalerkantho


১১ বছরেও হয়নি মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক   

৫ মার্চ, ২০১৭ ০০:০০ঢাকা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়নি দীর্ঘ ১১ বছরেও। আর এ কারণে সংগঠনটির উত্তর ও দক্ষিণে নেমে এসেছে স্থবিরতা। হতাশ ত্যাগী নেতাকর্মীরাও। সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের দাবি সংশ্লিষ্ট সবার।

খোঁজ নিয়ে জানা গেছে, ১১ বছর আগে সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলনে উত্তরের সভাপতি নির্বাচিত হয়েছিলেন মোবাশ্বর চৌধুরী। আর ফরিদুর রহমান খান ইরান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এঁরা দুজনই এখন আবার সিটি করপোরেশন উত্তরের কাউন্সিলর। গত নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড থেকে মোবাশ্বর আর ২৭ নম্বর ওয়ার্ড থেকে ইরান নির্বাচিত হন। এখন তাঁরা নিজ এলাকা নিয়েই বেশি ব্যস্ত। কাউন্সিলে স্বেচ্ছাসেবক লীগ মহানগর দক্ষিণের সভাপতি নির্বাচিত হয়েছিলেন দেবাশিস বিশ্বাস। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন আরিফুর রহমান টিটু।

জানতে চাইলে আরিফুর রহমান টিটু বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের মহানগর উত্তর-দক্ষিণের দীর্ঘদিনেও সম্মেলন হয়নি এটি ঠিক; তবে বিষয়টি নিয়ে আমরা একাধিকবার কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি।’

 মন্তব্য