kalerkantho


তরিকতের এশায়াত সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   

৫ মার্চ, ২০১৭ ০০:০০রাজধানীর ঢাকা মহানগর নাট্যমঞ্চের সামনের মাঠে গতকাল শনিবার কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফ তরিকতের এশায়াত সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী।

এশায়াত সম্মেলনে অধ্যক্ষ মুনির উল্লাহ্ বলেন, কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা হজরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)-এর তরিকত দোজাহানের কল্যাণ ও মুক্তির সনদ, ইসলামী শরাবান তহুরার এক অনন্ত ঝর্ণাধারা, নবুয়তের ফলশ্রুতিতে প্রাপ্ত বেলায়তে মোহাম্মদীর সুধা পান করার এক অমোঘ স্রোতধারা। তিনি বলেন, দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম (রা.)-কে হারানোর শোক সহজে কাটিয়ে ওঠার নয়। এ মহান মনীষীর বিদায়ে শোক পালন করেছে প্রকৃতিও।

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীন বলেন, যুগশ্রেষ্ঠ অলি গাউছুল আজম (রা.)-এর মতো তাঁরই যোগ্য উত্তরসূরি অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী তরিকতের মাধ্যমে যুবসমাজকে আলোর পানে নিয়ে আসার পাশাপাশি ইসলামী শিক্ষার প্রসারে কাজ করছেন। দেশে-বিদেশে বহু মসজিদ-মাদরাসা নির্মাণ করে ইসলামের খেদমতে অন্যদেরও প্রেরণা জোগাবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সহসভাপতি অধ্যাপক ড. মো. আবুল মনছুরের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বির আহমদ মোমতাজী, ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব আল্লামা ড. সৈয়দ এমদাদ উদ্দীন, ঢাকা বিকেএসপি গবেষণা কর্মকর্তা ড. মো. আবু তারেক, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক মো. সহিদুল ইসলাম প্রমুখ। সম্মেলনে প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। সম্মেলনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সৌদি আরব, ওমানসহ বিভিন্ন দেশে অবস্থানরত কাগতিয়া দরবারের অনুসারীরা যোগ দেন।মন্তব্য