kalerkantho


সুজানগরে নির্বাচন

হামলার অভিযোগ বিএনপির

পাবনা প্রতিনিধি   

৫ মার্চ, ২০১৭ ০০:০০পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তে এসে সুজানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতা, প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর হামলা, ভয়ভীতি ও হুমকির অভিযোগ করেছেন বিএনপিদলীয় প্রার্থীসহ অন্যরা। শনিবার দুপুরে পাবনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপনির্বাচনে বিএনপিদলীয় প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নু। লিখিত বক্তব্যে বলা হয়, গেল শুক্রবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা হাবিবসহ নেতাদের গতিরোধ করে হামলা চালায়।

দলীয় এবং স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, শুক্রবার রাতে সেলিম রেজা হাবিব উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নুর পক্ষে গণসংযোগ করে নিজ জিপ গাড়িতে করে উপজেলার মালিফায় বাড়িতে ফিরছিলেন।মন্তব্য