kalerkantho


খালেদা-অলোক বৈঠক শেষে ফখরুল

যুক্তরাজ্য এ দেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়

নিজস্ব প্রতিবেদক   

৫ মার্চ, ২০১৭ ০০:০০বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক মন্ত্রী অলোক শর্মা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল শনিবার বিকেলে এ বৈঠক হয়েছে।

প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক এ সময় উপস্থিত ছিলেন। তিন দিনের সফরে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসেন অলোক শর্মা।

বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক চায়। বাংলাদেশে তারা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন সব সময় দেখতে চেয়েছে। এখনো তারা সেটাই দেখতে চায়। তিনি বলেন, বৈঠকে বিএনপির পক্ষ থেকে যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের লেখাপড়া, প্রশিক্ষণসংক্রান্ত বিষয়েও বলা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের ভিসাসংক্রান্ত অসুবিধার বিষয়টি মন্ত্রীর নজরে আনা হয়েছে। এখন যুক্তরাজ্যের ভিসা সরাসরি ঢাকা থেকে করা যায় না; ভারতের দিল্লি থেকে করতে হয়। বৈঠকে মন্ত্রী অলোক শর্মা জানান, তাঁরা সব সময় বাংলাদেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান।মন্তব্য