kalerkantho


নবীনগরের সাবেক এমপি আনোয়ার হোসেন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

৪ মার্চ, ২০১৭ ০০:০০নবীনগরের সাবেক এমপি আনোয়ার হোসেন মারা গেছেন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য কাজী মো. আনোয়ার হোসেন (৬৭) গতকাল শুক্রবার দুপুরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ঢাকার গুলশানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বাদ জোহর নবীনগর সদরে ও পরে গ্রামের বাড়ি নবীনগরের যশোতুয়ায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এক শোক বার্তায় বিএনপি চেয়ারপারসন তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। পৃথক শোক বার্তায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গভীর শোক প্রকাশ করেছেন।মন্তব্য