kalerkantho


গণহত্যা দিবস নিয়ে সংসদে আলোচনা ১১ মার্চ

নিজস্ব প্রতিবেদক   

৩ মার্চ, ২০১৭ ০০:০০জাতীয় সংসদের চলতি অধিবেশন চলবে ১১ মার্চ পর্যন্ত। ওই দিনই গণহত্যা দিবস নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যে সংসদে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব এসেছে। এ বিষয়ে বিশ্ব জনমত গড়ে তোলার দাবি জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে অধিবেশনের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদকে জানান, কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুসারে এই অধিবেশন ৯ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও চলতি অধিবেশন ১১ মার্চ পর্যন্ত চলবে। ৯ মার্চ রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শেষ হবে। আর গণহত্যা দিবসের ওপর ১১ মার্চ সংসদে সাধারণ আলোচনা হবে।

১৫ ফেব্রুয়ারি জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ একাত্তরে পাকিস্তানি বাহিনীর নির্মমতায় নিহতদের স্মরণে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব করেন। তাঁর সঙ্গে বেশির ভাগ সংসদ সদস্য একমত পোষণ করেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও ওই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন।মন্তব্য