kalerkantho


উজানধলে শাহ আবদুল করিম লোক উৎসব

সুনামগঞ্জ প্রতিনিধি   

৩ মার্চ, ২০১৭ ০০:০০সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধলে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী শাহ আবদুল করিম লোক উৎসব। বাউলের জীবদ্দশায় উজানধলের গ্রামবাসী ২০০৬ সাল থেকে এ উৎসব পালন করে আসছে। এবার প্রাণ-আরএফএল এ উৎসবের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এদিকে উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে উজানধলে আসতে শুরু করেছে বাউলের শিষ্য ও ভক্তরা। দুই দিনব্যাপী উৎসবে আলোচনার পাশাপাশি সংগীত পরিবেশন করবেন দেশখ্যাত বাউল ও স্থানীয় শিল্পীরা। শাহ আবদুল করিমের শিষ্যরাও বরাবরের মতো সংগীত পরিবেশন করবেন।

শুক্রবার বিকেল ৩টায় উৎসবের প্রথম দিনের অনুষ্ঠান শুরু হবে। প্রথমে শাহ আবদুল করিমের জীবন, কর্ম ও সংগীত নিয়ে আলোচনা করবেন বিশিষ্টজনরা। রাতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বাউলরা গান পরিবেশন করবেন। পরদিন শনিবার একই সময়ে শুরু হবে উৎসব। চলবে রাতব্যাপী।

শাহ আবদুল করিম লোক উৎসব কমিটির আহ্বায়ক বাউলপুত্র শাহ নূর জালাল বলেন, ‘বরাবরের মতো এবারও উৎসবে বিপুল ভক্ত-অনুরাগী উপস্থিত হবে। দেশের বিভিন্ন স্থান থেকে তারা আসা শুরু করেছে।’মন্তব্য