kalerkantho


সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের শোকসভায় মানুষের ঢল

সুনামগঞ্জ প্রতিনিধি   

২ মার্চ, ২০১৭ ০০:০০সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের শোকসভায় মানুষের ঢল

প্রয়াত সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জন্মভিটা দিরাইয়ে অনুষ্ঠিত এক শোকসভায় বক্তারা বলেছেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন সংসদীয় গণতন্ত্রের উজ্জ্বল নক্ষত্র। তিনি সংসদ অধিবেশনে কথা বললে সংসদে প্রাণ থাকত, না হলে সংসদকে নিষ্প্রাণ মনে হতো। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সংসদীয় গণতান্ত্রিক রাজনীতি ও ইতিহাসের এক অধ্যায়ের নাম সুরঞ্জিত সেনগুপ্ত।

বুধবার বিকেলে দিরাই বিএডিসি মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় এসব কথা বলেন বক্তারা। দুপুর আড়াইটায় শুরু হওয়া শোকসভা শেষ হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। শোকসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্ত ও পুত্র সৌমেন সেনগুপ্ত বক্তব্য দেন।

দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সোহেল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।মন্তব্য