kalerkantho


মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সম্মেলন ৪ মার্চ

১ মার্চ, ২০১৭ ০০:০০মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে আগামী ৪ মার্চ ঢাকা মহানগর নাট্যমঞ্চের সামনের ময়দানে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ঐতিহাসিক এশায়াত সম্মেলন অনুষ্ঠিত হবে। তাতে প্রধান মেহমান থাকবেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরিফের মোর্শেদ আওলাদে রাসুল হযরতুলহাজ আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী।

সম্মেলনকে উপলক্ষ করে সংগঠনের সমন্ব্বয় পরিষদগুলো ইতিমধ্যে পুরোদমে কাজ শুরু করেছে। প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে চলছে পোস্টার, ব্যানার ও বিলবোর্ড লাগানোর কাজ।

সম্মেলনে অংশ নিতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সমন্ব্বয় পরিষদ, ঢাকা মহানগর শাখা, হাটহাজারী ফটিকছড়ি সমন্ব্বয় পরিষদ, উত্তর রাউজান ও দক্ষিণ রাউজান সমন্ব্বয় পরিষদ, বোয়ালখালী-পটিয়া সমন্ব্বয় পরিষদ, কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রাম সমন্বয় পরিষদ, রাঙামাটি, ফেনী, কুমিল্লা ও দেশের অন্য জেলাগুলোতে বাস ভাড়া করেছে। এশায়াত সম্মেলনে যোগদানের লক্ষ্যে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাত থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য