kalerkantho


রোহিঙ্গা নির্যাতন

মিয়ানমারের তদন্ত কমিশন কক্সবাজারে প্রতিনিধি পাঠাবে

কূটনৈতিক প্রতিবেদক   

২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ব্যক্তিদের অবস্থা সরেজমিনে দেখতে চায় রোহিঙ্গাদের ওপর নির্যাতনের অভিযোগ তদন্তে গঠিত কমিশন। ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থান এ জন্য একটি প্রতিনিধিদলের যত শিগগির সম্ভব বাংলাদেশ সফরের আগ্রহের কথা জানিয়েছেন। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি আগ্রহের কথা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রতিনিধিদলের সফরের ব্যাপারে বাংলাদেশের নীতিগতভাবে সম্মতি রয়েছে। প্রতিনিধিদলে কতজন সদস্য থাকবেন, তাঁরা বাংলাদেশে কত দিন অবস্থান করবেন—এসব তথ্য মিয়ানমার বাংলাদেশকে জানাবে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে ওই দলটি বাংলাদেশে আসবে।

জানা গেছে, গত অক্টোবরে মিয়ানমারে নিরাপত্তা অভিযানের নামে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের অভিযোগের ঘটনায় আন্তর্জাতিক সমালোচনার মুখে দেশটির ভাইস প্রেসিডেন্টকে প্রধান করে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। ওই অভিযান শুরুর পর থেকে ৭০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে নির্যাতন, নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘনের বর্ণনা দিয়েছে। মিয়ানমারের তদন্ত কমিশনের প্রতিনিধিদল কক্সবাজার সফরে এসব নিয়ে খোঁজ নেবে বলে ধারণা করা হচ্ছে।মন্তব্য