kalerkantho


নিজের বই দিলেন এ বি এম আবদুল্লাহ

বিএসএমএমইউয়ের সমাবর্তনে আসতে পারেন প্রণব মুখোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদক   

২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিজের লেখা বই উপহার দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবদুল্লাহ। সম্প্রতি ভারত সফরকালে দেশটির রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দিয়ে তিনি নিজের সাতটি বই তাঁর হাতে তুলে দেন। গতকাল সোমবার ফেসবুক স্ট্যাটাসে সাক্ষাতের তথ্য ও ছবি পোস্ট করেছেন তিনি।

অধ্যাপক এ বি এম আবদুল্লাহ কালের কণ্ঠকে জানান, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় স্বাস্থ্যবিষয়ক বাংলা বই পেয়ে খুব খুশি হয়েছেন এবং তাঁকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। সাক্ষাত্কালে তাঁরা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। বিশেষ করে বিএসএমএমইউয়ের আসন্ন সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পক্ষে অতিথি হিসেবে আসার জন্য মৌখিকভাবে আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন এবং বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন।মন্তব্য