kalerkantho


রাজশাহী বিশ্ববিদ্যালয়

আওয়ামীপন্থী শিক্ষকদের হট্টগোল

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী ডাকা সংবাদ সম্মেলনে দুই পক্ষের শিক্ষকদের মধ্যে হট্টগোল হয়েছে। গতকাল সোমবার বিকেলে জুবেরী ভবনে আধা ঘণ্টা ধরে এ ঘটনা ঘটে। ঢাকায় রাবির অতিথি ভবন ক্রয়ে অনিয়মের অভিযোগ ওঠায় এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। পরে উভয় পক্ষের শিক্ষকদের উচ্চবাচ্যে সংবাদ সম্মেলন ভণ্ডুল হয়ে যায়।

জানা যায়, ঢাকায় রাবির অতিথি ভবন ক্রয়ে অনিয়মের অভিযোগ ওঠার বিষয়ে প্রগতিশীল শিক্ষক সমাজ গতকাল বিকেলে ৪টার বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে সংবাদ সম্মেলন আহ্বান করে। লিখিত বক্তব্যে তারা ওই ভবন ক্রয়ে সংবাদমাধ্যমে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জানায়। লিখিত বক্তব্যের কপি সবার হাতে পৌঁছার পর প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমদ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করা শুরু করেন। এ সময় বাধা দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফয়জার রহমান ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক সুলতান-উল-ইসলাম। এ সময় অধ্যাপক সুলতান-উল-ইসলামের পক্ষ নিয়ে অধ্যাপক রকীব আহমদের সঙ্গে তর্কে জড়িয়ে যান কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক সফিকুন্নবী সামাদী, সাবেক প্রক্টর অধ্যাপক তারিকুল হাসানস, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফয়জার রহমান, পরিসংখ্যান বিভাগের জাহানুর রহমান, প্রাণরসায়ন, অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদসহ অন্যরা।মন্তব্য