kalerkantho


কুসিক নির্বাচন

সীমা-সাক্কুসহ চারজন নিলেন মনোনয়নপত্র

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আনজুম সুলতানা সীমা ও বিএনপি মনোনীত মনিরুল হক সাক্কুসহ চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছেন ২০৩ জন। গত বৃহস্পতিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত এ-সংখ্যক মনোনয়নপত্র নেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আফজল খানের মেয়ে আনজুম সুলতানা সীমা গত রবিবার রাতে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নের চিঠি পেয়েছেন। মনোনয়ন দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জানা গেছে, গতকাল দুপুরে সীমার পক্ষে তাঁর চাচা মনিরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহও করেছেন। অন্যদিকে সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁর ভাই কাইমুল হক রিংকু। তাঁরা দুজনই ২ মার্চ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে। এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শিরিন আক্তার ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান।

অন্যদিকে ২৭টি ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে গত বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত ২০৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৬৭ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সহকারী রিটার্নিং অফিসার লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহের এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ৩০ মার্চ ভোগগ্রহণ হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ মার্চ। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ। এবার দলীয়ভাবে সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে।

‘এ আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না’ : ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে আনজুম সুলতানা সীমা বলেছেন, ‘আমি অনেক আনন্দিত। ভাষায় প্রকাশ করতে পারব না এ আনন্দের কথা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞ। আমাদের পরিবার কৃতজ্ঞ। তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

পরিবেশ বুঝে সেনা মোতায়েনের কথা বলবেন সাক্কু : নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি বুঝে সেনা মোতায়েনের জন্য দাবি জানানোর চিন্তাভাবনা করবেন কুমিল্লা সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তিনি বলেন, ‘আমরা আগে পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করব। তারপর সেনা মোতায়েন প্রসঙ্গে দাবির বিষয়টি চিন্তা করব। তবে আমরা প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট চাই। এটি আমাদের দাবি।’ গতকাল বিকেলে সাক্কু ফোনে কালের কণ্ঠকে এ কথা বলেন।মন্তব্য