kalerkantho


ইসলামের নামে সন্ত্রাস করলে প্রতিরোধ করা হবে : ইসমাইল

২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ইসলামের নামে সন্ত্রাস করলে প্রতিরোধ করা হবে : ইসমাইল

ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেছেন, ইসলামের নামে কোনো সন্ত্রাসী গোষ্ঠী গড়ে উঠতে দেওয়া হবে না। জনগণ তাদের প্রতিরোধ করবে। কারণ ইসলাম কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না।

গতকাল বিকেলে মাদারীপুর জেলার রাজৈরসহ বিভিন্ন স্থানে বিভিন্ন মসজিদ ও মাদরাসা সফরকালে ও পথসভায় তিনি এ কথা বলেন। মাওলানা ইসমাইল বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। দেশে এখন সব সেক্টরে উন্নয়নের জোর হাওয়া বইছে। লাগাতারভাবে সরকার একের পর এক উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। স্বপ্নের পদ্মা সেতু সরকারের উন্নয়নের মাইলফলক। মুফতি লিয়াকত হোসেন, মাওলানা মো. এমদাদুল হক, মাওলানা মো. আবু সালেহ (সালে নূর) এবং মাওলানা কারি আলী হায়দারসহ কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য