kalerkantho


লাকী আখন্দ ‘সংকটাপন্ন’

বিডিনিউজ   

২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ফুসফুসের ক্যান্সারে চিকিৎসাধীন সংগীতশিল্পী লাকী আখন্দের শারীরিক অবস্থা ‘খুবই খারাপ’ বলে জানিয়েছে তাঁর পরিবার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা হাল ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন শিল্পীর মেয়ে মাম্মিন্তি আখন্দ নূর। তিনি গতকাল রবিবার রাতে বলেন, ‘বাবার একদমই খারাপ অবস্থা। ডাক্তাররা বলছেন লাস্ট স্টেজে, দোয়া করা ছাড়া কিছুই করার নাই।’

আশির দশকের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী লাকী আখন্দ একাধারে সংগীত পরিচালক, সুরকার ও গীতিকার। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে প্রথমবারের মতো একক অ্যালবাম বের করেন লাকী আখন্দ।

ওই অ্যালবামের ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘রীতিনীতি জানি না’, ‘মামনিয়া’, ‘আগে যদি জানতাম’ গানগুলো শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

১৯৮৭ সালে ছোট ভাই হ্যাপী আখন্দের মৃত্যুর পরপর সংগীতাঙ্গন থেকে অনেকটাই স্বেচ্ছায় নির্বাসন নেন এই গুণী শিল্পী। মাঝখানে প্রায় এক দশক নীরব থেকে ১৯৯৮-এ ‘পরিচয় কবে হবে’ ও ‘বিতৃষ্ণা জীবনে আমার’ অ্যালবাম দুটি নিয়ে আবারও  শ্রোতাদের মাঝে ফিরে আসেন লাকী আখন্দ।মন্তব্য