kalerkantho


সুনামগঞ্জে সুরঞ্জিতের স্ত্রী, কুমিল্লায় সীমা আ. লীগের প্রার্থী

নিজস্ব প্রতিবেদক   

২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০জাতীয় সংসদের সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তা। আর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন আঞ্জুম সুলতানা সীমা।

গতকাল রবিবার রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন দেওয়া হয়েছে। এই দুটি নির্বাচন আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে।মন্তব্য