kalerkantho


নোটিশ বোর্ড

মুটকোর্ট প্রতিযোগিতায় ইইউয়ের সাফল্য

২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০মুটকোর্ট প্রতিযোগিতায় ইইউয়ের সাফল্য

ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইউ) মুটকোর্ট টিম ‘ফিলিপ সি জেসাপ আন্তর্জাতিক ল মুটকোর্ট প্রতিযোগিতা ২০১৭’-তে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এপ্রিলে যুুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হবে ওই প্রতিযোগিতা। এশিয়ান এসআইএল ও আইএলএসএর যৌথ আয়োজনে দেশের বাছাইকৃত ১৬টি বিশ্ববিদ্যালয় জাতীয় রাউন্ডের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ওয়ার্দী জামান, মুহাম্মদ নাইমুর রহমান ও জোবায়দা সাকিন—এই তিনজন ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য