kalerkantho


নোটিশ বোর্ড

এইউবি-এএবিএল সমঝোতা চুক্তি

২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০এইউবি-এএবিএল সমঝোতা চুক্তি

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) ও অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপের (এএবিএল) মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার এএবিএল কার্যালয়ে চুক্তিতে এইউবির পক্ষে সই করেন উপাচার্য ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। এএবিএলের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট নিকোলাস ম্যাকডোনাল্ড। দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নে এই চুক্তি গুরুত্ব্বপূর্ণ ভূমিকা রাখবে; সেই সঙ্গে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষাপ্রত্যাশী শিক্ষার্থীদের সুযোগ বাড়বে। উল্লেখ্য, সম্প্রতি ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানকে ফেলোশিপ দিয়েছে এএবিএল। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য