kalerkantho


অবিলম্বে নবম ওয়েজ বোর্ড চান সাংবাদিক নেতারা

নিজস্ব প্রতিবেদক   

২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০গণমাধ্যমকর্মীদের জন্য অবিলম্বে নবম ওয়েজ বোর্ডের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) বার্ষিক সাধারণ সভা ও প্রতিনিধি সম্মেলনে এ দাবি জানানো হয়।

একই দাবি জানানো হয় সম্মেলনের আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনেও। এ ছাড়া বিভিন্ন এলাকায় সাংবাদিক হত্যার বিচার দাবি করেন সাংবাদিক নেতারা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুকসহ সারা দেশের সাংবাদিক ইউনিয়নের সভাপতিরা মানববন্ধনে বক্তব্য দেন। সারা দেশ থেকে আসা প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার সকাল ১০টায় মানববন্ধনের পর প্রেস ক্লাব মিলনায়তনে শুরু হয় বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন। সভাপতিত্ব করেন মনজুুরুল আহসান বুলবুল। সাধারণ সম্পাদকের প্রতিবেদন তুলে ধরেন মহসচিব ওমর ফারুক। সভায় ঢাকার বাইরের বিভিন্ন সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকেও পৃথক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সাংবাদিক নেতাদের অনেকে এ সময় অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানান। এ ছাড়া সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের এবং জাতীয় সংসদে সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগারের নিন্দা জানান।মন্তব্য