kalerkantho


সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য

অপসারণের দাবিতে হেফাজতের সমাবেশ ১০ মার্চ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের দাবিতে আগামী ১০ মার্চ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ভাস্কর্য না সরালে ২০১৩ সালের মতো আবারও ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে অবস্থান নেওয়ার হুমকি দিয়েছেন সংগঠনের নেতারা।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে নেতারা এ হুঁশিয়ারি দেন।

সমাবেশের পর সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলেও প্রশাসনের অনুমতি না থাকায় পারেনি। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী বলেন, ‘মূর্তি অপসারণের দাবিতে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি দিচ্ছি। এরই ধারাবাহিকতায় আগামী ১০ মার্চ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।’মন্তব্য