kalerkantho


আমিন জুট মিল

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০বকেয়া বেতনের

দাবিতে সড়ক

অবরোধ

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের আমিন জুটমিলের শ্রমিকরা গতকাল রেল ও সড়ক অবরোধ করে। ছবি : কালের কণ্ঠ

ছয় সপ্তাহের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চট্টগ্রামের আমিন জুট মিলের শ্রমিকরা। তাদের অবরোধের কারণে গতকাল বৃহস্পতিবার মুরাদপুর-অক্সিজেন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন কালের কণ্ঠকে বলেন, শ্রমিকরা ছয় সপ্তাহ ধরে বেতন পায় না। এ কারণে তারা ক্ষুব্ধ হয়ে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। এই সময় টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ওসি বলেন, অবরোধের খবর পেয়ে পুলিশ আমিন জুট মিলে যায়। সেখানে মিলের কর্মকর্তা ও শ্রমিক নেতাদের সঙ্গে আলাপের পর সিদ্ধান্ত হয়, আগামী সোমবারের মধ্যে কর্তৃপক্ষ এক সপ্তাহের বেতন পরিশোধ করবে। বাকি বেতন দেওয়া হবে পর্যায়ক্রমে। পরে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।মন্তব্য