kalerkantho


দেবীদ্বারে পুকুরে ডুবে প্রাণ গেল দুই সহোদরের

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাগুর গ্রামে পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে মো. আরিফ হোসেন (৪) ও মো. নাজমুল ইসলাম (৩)।

হালিম জানান, ছেলেদের না দেখে তাদের মা ও পরিবারের অন্য সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে দুজনকে ভেসে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মন্তব্য