kalerkantho


গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, কলেজ ছাত্রী সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক কলেজ ছাত্রী দগ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে চন্দনাইশ উপজেলার বড়পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ কলেজ ছাত্রীর নাম মেহেরুন নেসা (১৬)। সে ওই এলাকার শফিউল আলমের মেয়ে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ওই ইউনিটের চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ খালেদ গতকাল বিকেলে কালের কণ্ঠকে বলেন, ‘মেহেরুন নেসার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।’

হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত জহিরুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর দগ্ধ অবস্থায় চন্দনাইশ থেকে মেহেরুন নেসা নামের এক কলেজ ছাত্রীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সঙ্গে আসা তার ভাই রাব্বি জানান, সকালে ঘুম থেকে উঠে চুলা ধরাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।মন্তব্য