kalerkantho


বীরপ্রতীক নূর হামিম রিজভীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০বীরপ্রতীক নূর হামিম রিজভীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বীরপ্রতীক আবু মো. নূর হামিম রিজভীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে উপজেলার পিরিজপুরে মরহুমের নিজ গ্রামে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভাটি হবে বিকেল ৫টায়, পিরিজপুর উচ্চ বিদ্যালয়ে।

নূর হামিম রিজভীর জন্ম ১৯৫১ সালে; পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা থানার হাবাসপুর গ্রামে। সেখানে ছিল তাঁর মায়ের নানার বাড়ি।

১৯৭১ সালের ৭ নভেম্বর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার কসবা নামক স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর একটি টহল গাড়িতে হামলার নেতৃত্ব দেন নূর হামিম। এতে নিহত হয় কয়েকজন পাকিস্তানি সেনা। ফলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পাকিস্তানি হানাদার বাহিনীর নৈশকালীন টহল বন্ধ হয়ে যায়। আবু মো. নূর হামিম রিজভী ‘কসবা অপারেশন’ নামের পরিচিত ওই অভিযানের স্বীকৃতিস্বরূপ বীরপ্রতীক খেতাব পান। যুদ্ধের বছরখানেক আগে নূর হামিম রিজভী ভারতে চলে যান। কিন্তু যুদ্ধ শুরু হলে পরিবারের বাধা উপেক্ষা করে তিনি দেশে ফিরে আসেন। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য