kalerkantho


সেই সিআইডি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক   

২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০আসামির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই ওবায়দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সিআইডির বিশেষ সুপার (প্রশাসন) শেখ মো. রেজাউল হায়দার।

রেজাউল হায়দার বলেন, মামলার আসামির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগের সত্যতা পেয়ে এসআই ওবায়দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে অভিযোগের প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

জানা গেছে, এক বছর আগে সাভারের আশুলিয়া এলাকা থেকে শেখ শাওন নামে সাড়ে চার বছরের একটি শিশু নিখোঁজ হয়। ওই ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওবায়দুর রহমান। তদন্তের একপর্যায়ে মো. মাসুম নামে মামলার এক আসামির কাছ থেকে তিনি টাকা নেন বলে অভিযোগ ওঠে।মন্তব্য