kalerkantho


জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ, শিক্ষক সাময়িক বরখাস্ত

জবি প্রতিনিধি   

২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ তোলার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম প্রামাণিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। পৃথক এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয়ও এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাত্ক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের সঙ্গে কথা বলেন এবং এ বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে। একই সঙ্গে শিক্ষামন্ত্রী একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় শিক্ষক ড. মো. আব্দুল হালিম প্রামাণিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে যা পাওয়া যাবে, সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’


মন্তব্য