kalerkantho


ভুল ইনজেকশনে মুক্তিযোদ্ধার মৃত্যু

বাগেরহাটে তদন্ত কমিটি গঠন

বাগেরহাট প্রতিনিধি   

২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০বাগেরহাটে ভুল ইনজেকশন পুশ করায় এক মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রবিবার বাগেরহাট জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অভিযোগ উত্থাপিত হওয়ায় সিভিল সার্জন ঘটনা তদন্তে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেন। সদর উপজেলার বেনেগাতী গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তরফদার (৬৫) গত বৃহস্পতিবার রাতে মারা যান। অসুস্থজনিত কারণে শরীরে ইনজেকশন পুশ করার কয়েক মিনিটের মধ্যে তাঁর মৃত্যু হয়। পরদিন শুক্রবার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

মুক্তিযোদ্ধার মেয়ে পারভীন বেগম বলেন, তাঁর বাবা কয়েক দিন ধরে অসুস্থ বোধ করছিলেন। এ অবস্থায় তিনি বাবাকে নিয়ে ফকিরহাটে একজন চিকিত্সককে দেখান। ওই চিকিত্সকের ব্যবস্থাপত্র দেখিয়ে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট শহরের প্রধান সড়কের ইউনিক ফার্মেসিতে গিয়ে ওষুধ ও ইনজেকশন কিনে বাড়িতে নিয়ে আসেন। ইনজেকশন পুশ করার জন্য রাতে গ্রামের একজন পল্লী চিকিত্সককে বাড়িতে নিয়ে আসা হয়। রাত ৮টার দিকে তাঁর বাবার শরীরে ওই ইনজেকশন পুশ করার সঙ্গে সঙ্গে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপর তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের চিকিত্সকরা ওই চিকিত্সাপত্র ও পুশ করা ইনজেকশন দেখে জানান, ভুল ইনজেকশন পুশ করা হয়েছে। আর হাসপাতালে আনার আগেই ওই মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। এরপর তাঁরা চিকিত্সকের চিকিত্সাপত্র এবং পুশ করা ইনজেকশনের শিশি নিয়ে ওই ফার্মেসিতে যান। ইউনিক ফার্মেসির মালিক শিব কুমার দাস বলেন, ‘আমার দোকানের এক কর্মচারী ভুল করে Sonaxa-এর পরিবর্তে Sauxa সরবরাহ করেছে। অসাবধানবশত এটি ঘটেছে।’ সিভিল সার্জন কার্যালয়ের চিকিত্সা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসী বলেন, ‘Sonaxa ব্যথা, শ্বাসকষ্ট ও মস্তিষ্কে রক্তক্ষরণে উপশমকারী। অন্যদিকে Sauxa অস্ত্রোপচারের আগে চেতনানাশক।’মন্তব্য