kalerkantho


চলে গেলেন শিল্পী বনশ্রী সেনগুপ্ত

নিজস্ব প্রতিবেদক, কলকাতা   

২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০চলে গেলেন শিল্পী বনশ্রী সেনগুপ্ত

ভারতীয় সংগীতশিল্পী বনশ্রী সেনগুপ্ত আর নেই। গতকাল রবিবার এসএসকেএম হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৭১ বছর বয়সী এই শিল্পী। তিনি হৃদরোগসহ বেশ কিছু রোগে ভুগছিলেন।

প্রয়াত শিল্পীর ভাই সূর্য সেনগুপ্ত সাংবাদিকদের জানান, ১০ দিন ধরে এসএসকেএম হাসপাতালে চিকিত্সা চলছিল বনশ্রী সেনগুপ্তের। শনিবার রাতে হঠাৎই অবস্থার অবনতি হতে শুরু করে। রবিবার সকাল ১০টায় তাঁর মৃত্যু হয়। সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

বনশ্রী সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমরা সংগীতের একজন মহিরুহকে হারালাম।’ তাঁর আত্মার শান্তি কামনা করেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, শ্রীকান্ত আচার্য প্রমুখ।মন্তব্য