kalerkantho


যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসগুলো আজ ও মঙ্গলবার বন্ধ

কূটনৈতিক প্রতিবেদক   

১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০প্রেসিডেন্ট’স ডে উপলক্ষে আজ রবিবার এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী পরশু মঙ্গলবার আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সব অফিস বন্ধ থাকবে।

যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, প্রেসিডেন্ট’স ডে যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির দিন এবং একুশে ফেব্রুয়ারি বাংলাদেশে একটি জাতীয় ছুটির দিন। এ দিনগুলোতে যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসগুলো বন্ধ থাকলেও আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা দেওয়া হবে। সেবার জন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সহযোগিতা নিতে পারেন।মন্তব্য