kalerkantho


বাংলাদেশ ও ইইউ অবৈধ অভিবাসী ফিরিয়ে আনতে কাজ করবে

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ইউরোপ থেকে অবৈধ অভিবাসীদের যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনতে কাজ করবে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত বুধবার ব্রাসেলসে উভয় পক্ষের প্রতিনিধিদলের বৈঠকে এই সমঝোতা হয়েছে। বৈঠকে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।

বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়, উভয় পক্ষের মধ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকায় একটি কর্মশালা হবে। এ ছাড়া অবৈধ অভিবাসনের ঝুঁকি নিয়ে প্রচারণা চালাবে উভয় পক্ষ। বৈঠকে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাতে প্রাধান্য পায় উভয় পক্ষের রাজনৈতিক প্রেক্ষাপটও। আলোচনা হয়েছে বাণিজ্য, বিনিয়োগ, ইইউর বৈশ্বিক পরিকল্পনা নিয়েও।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ ও ইইউ নতুন কয়েকটি ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছে। এগুলোর মধ্যে আছে বিজ্ঞান, প্রযুক্তি, সৃজনশীলতা ও মহাকাশবিষয়ক গবেষণাও। সূত্র : ইউরোপা ডট ইইউ।মন্তব্য