kalerkantho


মাইন অপসারণ

শান্তি রক্ষা মিশনের করণীয় নিয়ে জাতিসংঘে সভা

নিউ ইয়র্ক প্রতিনিধি   

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০মাইন অপসারণে শান্তি রক্ষা মিশনের করণীয় সম্পর্কে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আলোচনা সভা হয়েছে। গত বুধবারের ওই সভায় বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন শান্তি রক্ষা মিশনের চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে নিয়মিত আলোচনা বাড়ানোর আহ্বান জানান। জাতিসংঘের ‘মাইন অ্যাকশন সার্ভিস’-এর সহযোগিতায় বাংলাদেশ, ইথিওপিয়া ও যুক্তরাজ্য মিশন এ সভার আয়োজন করে। সভার শুরুতে ইমপ্রোভাইজড এক্সক্লুসিভ ডিভাইস, আইইডি ও ল্যান্ড মাইনে নিহত শান্তিরক্ষীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।মন্তব্য