kalerkantho


সংসদে স্বাস্থ্যমন্ত্রী

এক বছরে ৮৩৬ কোটি টাকার ওষুধ রপ্তানি

নিজস্ব প্রতিবেদক   

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, বর্তমানে দেশে উৎপাদিত বিভিন্ন প্রকার ওষুধ ও ওষুধের কাঁচামাল বিশ্বের ১২৭টি দেশে রপ্তানি হচ্ছে। গত অর্থবছরে দেশের ৫৪টি ওষুধ কম্পানি ১২৩টি দেশে ৮৩৬ কোটি ৮১ লাখ টাকার ওষুধ রপ্তানি করেছে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে তিনি আরো জানান, দেশের চাহিদার শতকরা প্রায় ৯৮ ভাগেরও বেশি ওষুধ বর্তমানে স্থানীয়ভাবে উৎপাদিত হয়। এ সময় তিনি আলাদা প্রশ্নের জবাবে বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, ইলেকশন কমিশন ভোটার ডাটা বেইস ও স্বাস্থ্য ডাটা বেইসের সমন্বয়ে ‘ন্যাশনাল ইলেকট্রনিক পপুলেশন রেজিস্টার’ তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে হার্টের রিং বিক্রির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।মন্তব্য