kalerkantho


ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে সিসিকের দেয়ালচিত্র

সিলেট অফিস   

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ভাষা আন্দোলনের মূল বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে ভাষার মাসে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। নগরের মীরের ময়দান পয়েন্ট থেকে রিকাবীবাজারে নজরুল চত্বর পর্যন্ত দীর্ঘ দেয়ালজুড়ে দেয়ালচিত্রে বাঙালির গৌরবের ইতিহাস ফুটিয়ে তোলার কাজ শুরু করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

এ দেয়ালচিত্রে ফুটে উঠবে বাঙালির গৌরবের মহান ভাষা আন্দোলন, সালাম, বরকত, রফিক, জব্বারসহ ভাষার জন্য প্রাণ বিলিয়ে দেওয়া সেসব অকুতোভয় যোদ্ধার রাজপথ কাঁপানোর চিত্র থেকে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র।

গতকাল বৃহস্পতিবার সকালে প্রায় এক কিলোমিটার দেয়ালজুড়ে এ কাজের উদ্বোধন করা হয়। সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, এস এম আবজাদ হোসেন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নূর আজিজুর রহমান, বার্জার পেইন্টের সিলেট ব্রাঞ্চ ম্যানেজার প্রতাপ বড়ুয়া মিত্র, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শামসুল হক, সিলেট আর্টস অ্যান্ড অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক চিত্রশিল্পী ইসমাইল গণি হিমন প্রমুখ।

সিলেট সিটি করপোরেশনের এই উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চিত্রাঙ্কনের কাজ করছে সিলেট আর্টস অ্যান্ড অটিস্টিক স্কুল। দেয়ালচিত্রের রং সরবরাহ করছে বার্জার পেইন্ট।

 মন্তব্য