kalerkantho


চট্টগ্রামে অগ্নিকাণ্ডে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০চট্টগ্রাম মহানগরের বাকলিয়া ও রাঙ্গুনিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন উষা বড়ুয়া (৮৫), শান্তা বড়ুয়া (৩৫) ও পরিতোষ বড়ুয়া (৫০)।

রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির জানান, বুধবার রাত ১১টার দিকে রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের পশ্চিম বড়ুয়া পাড়ার মাস্টার কল্যাণ মিত্র বড়ুয়ার ঘরে রান্নার চুলার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরটি ভস্মীভূত হয়। মাস্টার কল্যাণ মিত্র বড়ুয়ার মা উষা বড়ুয়া ও তাঁর ছোট ভাইয়ের স্ত্রী শান্তা বড়ুয়া মারা যান। অন্যদিকে নগরের বাকলিয়া থানার কে বি আমান আলী সড়কে পরিতোষ বড়ুয়ার তেলের দোকানে আগুন লাগে। এতে দগ্ধ হয়ে দোকান মালিক পরিতোষ বড়ুয়া নামের একজন মারা যান। তিনি জেলার ভুজপুর থানা এলাকার বাসিন্দা।

অগ্নিকাণ্ডের বিষয়ে বাকলিয়া থানার ওসি আবুল মনসুর জানান, বুধবার রাতে নিজের দোকানে বসে অন্য তিন বন্ধুর সঙ্গে কথা বলছিলেন পরিতোষ বড়ুয়া।মন্তব্য