kalerkantho


সিলেট নগর সংস্থা

মামলায় অভিযুক্ত দুই কাউন্সিলর বরখাস্ত

সিলেট অফিস   

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০একটি মামলায় অভিযুক্ত হওয়ায় সিলেট সিটি করপোরেশনের দুই কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

গত সপ্তাহে এ দুই কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনটি মঙ্গলবার নগর ভবনে আসে বলে প্রধান নির্বাহী কর্মকর্তা জানান।

সাময়িক বরখাস্তকৃত দুই কাউন্সিলর হলেন ৬ নম্বর ওয়ার্ডের ফরহাদ চৌধুরী শামীম ও ১৯ নম্বর ওয়ার্ডের দিনার খান হাসু। নগরের কোতোয়ালি থানার একটি মামলায়  সম্প্রতি দুই কাউন্সিলরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে।মন্তব্য