kalerkantho


সংসদে পাট বিল পাস

নিজস্ব প্রতিবেদক   

১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০পাট অধ্যাদেশ ১৯৬২ রহিত করে নতুন আইন প্রণয়ের লক্ষ্যে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে পাট বিল-২০১৭ পাস করা হয়েছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলটির ওপর বিরোধীদলীয় সদস্যদের জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

প্রতিমন্ত্রী সংসদে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, পাট ও পাট খাতের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। পাটকে কৃষিপণ্যের স্বীকৃতি দিয়ে চাষিদের নানা ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে।মন্তব্য