kalerkantho


গাইবান্ধায় লিটনের আসনে মনোনয়ন পেলেন গোলাম মোস্তফা

নিজস্ব প্রতিবেদক   

১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জাতীয় সংসদ-২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) উপনির্বাচনে গোলাম মোস্তফা আহমেদকে মনোনয়ন প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

দুষ্কৃতকারীদের গুলিতে গত ৩১ ডিসেম্বর আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হওয়ায় আসনটি শূন্য হয়। আগামী ২২ মার্চ এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।মন্তব্য