kalerkantho


পণ্য খালাস শুরু

চার দিন পর লাইটার জাহাজ শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০চার দিন পর লাইটার জাহাজ শ্রমিকদের একাংশের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জাহাজ মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে শ্রম পরিচালকের বৈঠকের পর গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এরপর সন্ধ্যা থেকে কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে পণ্য ওঠানামা শুরু হয়। একই সঙ্গে বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য নামানোর কাজও শুরু হয়েছে।

বন্দর ব্যবহারকারীদের প্রশ্ন, আশ্বাসের ভিত্তিতে যেহেতু এই ধর্মঘট প্রত্যাহার হলো তাহলে চার দিন দেরি কেন ও কার স্বার্থে করা হলো? আর এই চার দিনে বিপুল ক্ষতির দায়ভার কে নেবে?মন্তব্য