kalerkantho


চিকিৎসা নিতে মেঘালয়ের বাইরে যেতে পারবেন সালাহ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক   

১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদকে উন্নত চিকিৎসার জন্য মেঘালয়ের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছেন ভারতের শিলংয়ের একটি আদালত। গতকাল সোমবার শিলংয়ের জেলা ও দায়রা জজ দাফিরা শতুন এ আদেশ দেন।

বিএনপির একটি সূত্র জানায়, আদেশের কপি এখনো সালাহ উদ্দিন আহমদ হাতে পাননি। তিনি কিডনিতে অস্ত্রোপচারের জন্য দিল্লির মেদান্তা হাসপাতাল কিংবা এইমস (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস) কিংবা ভেলোরে যাওয়ার কথা ভাবছেন।

২০১৫ সালের ১০ মার্চ উত্তরার একটি বাসা থেকে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে কয়েক ব্যক্তি উঠিয়ে নিয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওই বছরের ১১ মে ভোরে শিলংয়ের গলফ-লিংক এলাকায় তাঁকে পাওয়া যায়। ওই বছরের জুলাইয়ে বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিলংয়ের পুলিশ সালাহ উদ্দিনের বিরুদ্ধে মামলা করে।মন্তব্য