kalerkantho


কালের কণ্ঠ’র যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমানের মায়ের কুলখানি আজ

নিজস্ব প্রতিবেদক   

১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০
কালের কণ্ঠ’র যুগ্ম

সম্পাদক তৌহিদুর

রহমানের মায়ের

কুলখানি আজ

কালের কণ্ঠ’র যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমানের মা সাজেদা রহমানের কুলখানি আজ মঙ্গলবার বাদ আসর অনুষ্ঠিত হবে। এ জন্য রাজধানীর পূর্ব বাসাবোতে তাঁর ৩৪/এ নম্বর বাসায় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

গত শুক্রবার রাতে নিজ বাসায় সাজেদা রহমান শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনির রোগে ভুগছিলেন। গত শনিবার ফজরের নামাজের পর স্থানীয় হজরত বেলাল (রা.) মসজিদে প্রথম এবং সকাল পৌনে ১১টার দিকে পূর্ব বাসাবোর ওই বাসায় মরহুমার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর লাশ শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়।মন্তব্য