kalerkantho


বিশ্ব বেতার দিবস আজ

নিজস্ব প্রতিবেদক   

১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০বিশ্ব বেতার দিবস আজ সোমবার। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বেতার ভবন চত্বরে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেন তথ্যসচিব মরতুজা আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আঞ্জুমান আরা।

অনুষ্ঠানসূচি থেকে জানা গেছে, সকাল ৮টায় জাতীয় বেতার ভবন থেকে শোভাযাত্রা বের করা হবে। এটি শিশুমেলা পর্যন্ত গিয়ে আবার বেতার ভবনের সামনে শেষ হবে। দুপুরে থাকবে আলোচনা সভা। বিকেল সাড়ে ৩টায় থাকবে বিশেষ সংগীতানুষ্ঠান। সংগীতানুষ্ঠানটি জাতীয় বেতার ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে।মন্তব্য