kalerkantho


সাফারি পার্কে হামলা

বিচার দাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০বিচার দাবিতে মানববন্ধন

বঙ্গবন্ধু সাফারি পার্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পার্কের ইজারাদারের হামলার প্রতিবাদে গতকাল বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালের কণ্ঠ

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রবিবার ক্যাম্পাসে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে। একই দাবিতে আজ সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে বৃহৎ পরিসরে মানববন্ধন করা হবে বলেও জানানো হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ আব্দুল হামিদ, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আখতার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান প্রমুখ।

ফরিদ উদ্দীন আহমেদ বলেন, শিক্ষার্থীদের ওপর সাফারি পার্কের ইজারাদারদের এ হামলা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনা পার্কে ইজারাদারের রাজত্ব প্রমাণ করে। কোনো দলীয় পরিচয় বিবেচনায় না এনে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।মন্তব্য