kalerkantho


আরেফিন টিলাধসে শ্রমিকের মৃত্যু

এবার ইউএনও বদলি মামলা, গ্রেপ্তার ১

সিলেট অফিস   

১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে টিলা কেটে পাথর তোলার সময় মাটি ধসে শ্রমিকের মৃত্যুর ঘটনায় ওসিকে প্রত্যাহারের পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হয়েছে।

গতকাল রবিবার ইউএনও মো. মাসুম বিল্লাহকে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বদলি করা হয়। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলমকে প্রত্যাহার করা হয়।

একই দিন আবার আরেফিন টিলায় মাটি ধসে হতাহতের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফ উল্লাহ বাদী হয়ে শনিবার রাতেই মামলাটি করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরো পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। পুলিশ গতকাল মনোয়ারা বেগম নামের এক নারীকে আটক করেছে। এই নারী ঘটনাস্থলের জায়গার মালিক।

সিলেটের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা মামলা দায়ের এবং জায়গার মালিক নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

গত শনিবার বিকেলে শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটি ধসে আনিস (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয় এবং দুই শ্রমিক আহত হন। ঘটনার পরপর অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে আব্দুল করিম নামের একজনকে আটক করেছিল পুলিশ। এর আগে গত ২৩ জানুয়ারি উপজেলার শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন করতে গিয়ে টিলা ধসে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়।মন্তব্য