kalerkantho


বরিশালে হচ্ছে শিশু হাসপাতাল

বরিশাল অফিস   

১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০বরিশালে শিশু চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে। বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ্ গতকাল রবিবার নির্মাণকাজের উদ্বোধন করেছেন। ২০১৯ সালের মধ্যে শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

বরিশাল জেলার সিভিল সার্জন ডা. শফিউদ্দিন আহম্মেদ বলেন, বিশেষায়িত হাসপাতালটি চালুর পর শিশু স্বাস্থ্যসেবার মান অনেক উন্নত হবে। জটিল ও কঠিন রোগে আক্রান্ত শিশুদের নিয়ে  ঢাকামুখী হতে হবে না। এই হাসপাতালেই সব ধরনের চিকিৎসাসেবা পাওয়া যাবে।

বরিশাল নগরের আমানতগঞ্জে বক্ষব্যাধি হাসপাতালের পাশেই নির্মাণ করা হবে শিশু হাসপাতালটি। শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল নামে এ নির্মাণ প্রকল্পের গতকাল উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ্। সভাপতিত্ব করেন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এস এম সিরাজুল ইসলাম।মন্তব্য